Nagarik Mancha 1989-2014 / Nagarik Mancha, an independent, autonomous citizen's initiative and a social action group, is neither affiliated nor aligned to any political party and does not accept funds from fund giving agencies.

Welcome to Nagarik Mancha

Perhaps the main pillars of Nagarik Mancha as a functioning unit are: to act as a non-party civil society initiative; to act as a solidarity and support group to grass root level initiatives; to remain alert and alive to issues related to labour, industry, environment and development; and to disseminate information…Read More

Notice

SM/Sound Pollution /Police/2023                                                          Dated – 27 Dec 2023

To

Shri Vineet Kumar Goyal IPS

The Commissioner of Police, Kolkata

Govt. of West Bengal

addlcp1@kolkatapolice.gov.in            

  

Sub: Appeal For Controlling Sound Pollution in the ensuing New Year

Sir,

On behalf of Sabuj Mancha, the platform of organizations and individuals engaged in protection of environment in West Bengal, humbly submit that during the ensuing New Year, again there is possibility of abrupt increase of noise and air pollution due to fireworks, fire crackers and loud speakers.   

You must be aware that as per Supreme Court Order, all kinds of fireworks except Green Fireworks produced by authorized units are banned. Moreover crackers may be used only from 11.55 PM of 31st December to 00.30 AM of 1st .January. SOP in this regard has been circulated by the WBPCB Circular No. 21/WPB-H(X)/2022 dated 27.12.23. So we request you to take strict measure and issue instructions to all the officers under your jurisdiction and especially the Officers-in-Charge of the Police Stations to strictly implement the law and any violation must be brought to book and to take strict penal action against the violators.

You may also be aware that any loud speaker should not be used without installation of a sound limiter. Any microphone should not be allowed beyond 6 AM to 10 PM. So we request you to take strong action against the violators of the norms. There should be clear instructions to all concerned including the government authorities to hold programmes only with the loud speakers fitted with sound limiters. There should be no relaxation for any programme held whether by government or private organizers.

We draw your kind attention that during the winter season innumerous picnics are held. Participants of most of the picnics play DJ or loud speakers with high pitch. We appreciate the need for cultural amusements but not at the cost of the health and peace of the neighboring villagers including old and ailing people.  

The formal letter is attached herewith                                                                                                                                                                                                                                  

Thank you in anticipation. Yours faithfully,

Naba Dutta, General Secretary


Download Letter


কলকাতার প্রিয় পরিবেশপ্রেমী বন্ধুরা,

আপনারা বিভিন্ন সময়ে কলকাতার পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগে সামিল হয়েছেন। অনেকেই হয়তো তার মধ্যে সবুজ মঞ্চর বিভিন্ন কর্মসূচীর সঙ্গে থেকেছেন, আরও অনেকে হয়ত সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্রে সবুজ মঞ্চর কথা জেনেছেন। আরো অনেকে হয়ত এখনো সবুজ মঞ্চ সম্পর্কে জানেন না। তাঁদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হচ্ছে।

২০০৯ সালে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন এবং ব্যক্তির মিলিত উদ্যোগে তৈরি হয় সবুজ মঞ্চ। শব্দ দূষণের বিরুদ্ধে তদানীন্তন রাজ্য সরকারকে কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে বাধ্য করার প্রচেষ্টা দিয়ে শুরু হয় মঞ্চর কাজ। তারপর গত ১৪ বছর সবুজ মঞ্চ বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, নদী-জলাভূমি-জলাশয়-ভূগর্ভের জল সংরক্ষণ, সবুজ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা, আবর্জনা ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল মানুষের জীবিকা রক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, পরিবহন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে চলেছি। নিয়ন্ত্রণহীন মাইক বা ডি জে বাজানো, বাজির অত্যাচার, গাছ কাটা বা জলাশয় বোজানোর যে কোনো ঘটনায় আমরা প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হয়েছি। জনমত তৈরি করা, সরাসরি বিভিন্ন এলাকায় পরিবেশ ধ্বংসের উদ্যোগের সক্রিয় বিরোধিতা করা, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ – পুরসভা – পঞ্চায়েত – দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কথোপকথন চালিয়েছি, রাজনৈতিক দলগুলির কাছেও পরিবেশ রক্ষার বিষয়গুলির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। সভা, সমাবেশ, মিছিল, প্রচার অভিযান, প্রকাশনা, বেসরকারি ট্রাইবুনাল ইত্যাদির আয়োজন করে আমরা সক্রিয় থেকেছি।

কিছু কিছু ক্ষেত্রে সাফল্য লাভ করলেও, অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি এমন দাবি করা যাবে না। সামাজিক প্রেক্ষাপটে পরিবেশ রক্ষার গুরুত্ব আজও নীচের সারিতে। সরকার এবং রাজনৈতিক দলগুলির কাছে পরিবেশ এখনো গুরুত্বহীন। কিন্তু এই প্রেক্ষাপটেই বহু নাগরিক পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসছেন। সংখ্যাটা নিঃসন্দেহে বাড়ছে। আরো আরো মানুষ যাঁরা ব্যক্তিগতভাবে পরিবেশ রক্ষার কাজ করছেন এবং বিভিন্ন সংগঠন, সবাই রাজ্যব্যাপী রাজনৈতিক-দল-নিরপেক্ষ একটি যৌথ মঞ্চর উপযোগিতা উপলব্ধি করছেন। ২০২১-এর ২৭-২৮ নভেম্বর সবুজ মঞ্চর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলার বেশ কিছু পরিবেশপ্রেমী সেখানে মিলিত হন। তার পর থেকে বিভিন্ন জেলায় স্থানীয় পরিবেশপ্রেমীদের সবুজ মঞ্চর পক্ষে কাজ করার সক্রিয়তা অনেক বেড়েছে, কোনো কোনো জেলায় তাঁদের উদ্যোগে মঞ্চর জেলা সংগঠন গড়ে উঠছে।

জেলা স্তরে পরিবেশ রক্ষার বিষয়ে যাঁরা উদ্যোগী, তাঁদের সবায়ের পক্ষে রাজ্য স্তরে নিয়মিত অংশ নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে তাঁরা জেলা স্তরে সংগঠন গড়ে তুলতে পারলে অনেক সংগঠিতভাবে জেলার বিষয়গুলিকে গুরুত্ব দিতে পারেন। বিভিন্ন সমস্যায় যৌথ ভাবে উদ্যোগ নেবার সুযোগ অনেক বাড়তে পারে। এইভাবেই কলকাতায় একটি জেলা সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাবাসী পরিবেশপ্রেমী সকলকে অনুরোধ এই উদ্যোগে যোগ দিন। আপনার পরিবেশপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে ২৬ অগাস্টের সভায় আসুন। 

  

২৬ অগাস্ট ২০২৩, শনিবার বিকাল ৪টা

সূর্য সেন অডিটোরিয়াম (ই ই ডি এফ হাসপাতালের সামনে যাদবপুর থানার কাছে) তালতলা স্টপেজ

 

নব দত্ত, সাধারণ সম্পাদক (৯৮৩১১৭২০৬০)                                                                        দেবাশিস রায়, অফিস সম্পাদক (৯১৬৩৫৩৯০৭৩)

আহ্বায়ক : মিহির চক্রবর্তী, কৃষ্ণজ্যোতি গোস্বামী (ডাক্তার), অসীমানন্দ মুখার্জী,  দীপংকর আঢ্য, কৃশানু চক্রবর্তী,  প্রদীপ দত্ত, তুষার চক্রবর্তী, পবন মুখার্জী,  শান্তনু চক্রবর্তী, সোমেন্দ্র মোহন ঘোষ, দীপংকর বসু, রঘু জানা, মনোজ কুরমি (আইনজীবী), প্রসুন দত্ত (আইনজীবী), অরূপ হালদার (ডাক্তার), তুষার ঘোষ,  অমলেন্দু সরকার, অমিত সরকার, প্রসেনজিৎ মুখার্জী, নির্মল কুমার মিরানী, ঝুম্পা ঘোষ রায়, সুমিতা ব্যানার্জি

Memo No. SM – Save River / Buri Ganga                                               Dated : 16 June 2023

Sri Partha Bhowmick

Hon’ble M.I.C

Irrigation and Waterways Department

Jalsampad Bhavan, 1st Floor, Block DF, Sector – I, Salt Lake City,

Kolkata 700 091

E-mail ID – hmiciwd@gmail.com     

Sub : Removal of obstruction in Government Work of rejuvenation of Buriganga river

Sir,

We convey our gratitude and thanks for taking up the task of rejuvenation of Buriganga river in Chakdaha, Nadia District. Common people in Chakdaha and especially the environment lovers, activists and fish workers are very much concerned to see that the river get rejuvenated and water flows through it.

The rejuvenation work started as scheduled on 12.6.23 under the supervision of your departmental officers and continued peacefully. But today some miscreants have created obstruction to continue the government work. These people have encroached the river bed illegally to continue their economic activities. They are threatening the engineers who are engaged in the work.

We request you to take immediate steps to remove such obstruction and ensure that the work continues smoothly. We also request you to engage the administration to take action against such miscreants who are creating obstruction on government work. Formal letter is attached

Thanking you, 

Naba Dutta, General Secretary

 

Download Pdf File

Dear Friends

In 1992, Nagarik Mancha published a Citizen’s Report on the ‘Public Sector in India’ dealing with various aspects of its financial condition, government policy, and proposed reforms besides the state of affairs in some of the PSUs.

Thirty years later we intend to revisit the entire issue.

We are glad to announce that we have decided to organise an Interactive Session on ‘Public Sector in India’, as a preparatory move towards publishing an analytical Report.

Date: Sunday, 7 August 2022

Time: 10am to 6pm

Venue: West Bengal Voluntary Health Association (WBVHA)
WBVHA Tower, Ground Floor Conference Hall

580 Anandapur, Kolkata 700107

(Near Ruby Hospital, behind Emami Building, opposite CISF HQ)

The discussants and participants would include economists, academicians, trade unionists and civil society activists.

Since we can have a very limited number of participants, I request you to kindly inform me over email, mobile call, SMS or WhatsApp as soon as possible. Unfortunately, confirmation has to be on a first come, first served basis.

Thanking you,

With fraternal regards,

Naba Dutta

General Secretary

9831172060

সাথী,

আপনারা জানেন, বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকে দেওচা-পাঁচামি-দেওয়ানগঞ্জ-হরিণশিঙ্গা অঞ্চলে একটি কয়লা খনি প্রস্তাবিত হয়েছে এবং তার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই বিস্তীর্ণ অঞ্চলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই কয়লা খনি চালু হলে পরিবেশের উপর কি তার প্রভাব পড়বে সেই সম্পর্কে উদ্বিগ্ন হয়ে, আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে সবুজ মঞ্চর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ একটি চিঠি দিয়েছিলাম। এখনো আমরা সেই প্রশ্ন গুলির কোনো উত্তর পাই নি। এমনকি চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয় নি। এই অবস্থায় আমরা একটি সভায়, পরিবেশবিদ এবং পরিবেশপ্রেমীদের অংশগ্রহণে, এই প্রকল্পের পরিবেশগত দিকগুলি এবং আগামী দিনের পদক্ষেপ নিয়ে আরো বিশদ আলোচনা করতে চাই। আপনাকে এই সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

২৬ মার্চ, ২০২২

লায়ন্স ক্লাব, দেশপ্রিয় পার্ক (পশ্চিম দিকের গেট),

বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা

 

অভিনন্দন সহ –

নব দত্ত, সাধারণ সম্পাদক, সবুজ মঞ্চ। 

Download Letter

মাননীয় বার্তা সম্পাদক

বীরভূম জেলার দেওচা পাঁচামির প্রস্তাবিত কয়লাখনির পরিবেশের উপর প্রভাব সম্পর্কে সবুজ মঞ্চর বিভিন্ন স্তরে বেশ কিছু আলোচনা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ আমরা সবুজ মঞ্চ-র পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে এই প্রকল্প বিষয়ে কিছু প্রশ্ন পাঠাই। আজ ১০ দিন হল আমরা সরকার পক্ষ থেকে কোনো উত্তর বা এমনকি চিঠিটির প্রাপ্তি স্বীকার পাইনি। আমরা তাই জনসমক্ষে এই চিঠি প্রকাশ করছি। যাঁরা এই প্রশ্নগুলির সঙ্গে সহমত, তাঁদের কাছে অনুরোধ আপনারাও মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নগুলি পৌঁছে দিন। গত ২০ ফেব্রুয়ারি ২০২২, চন্দননগরে অনুষ্ঠিত সবুজ মঞ্চর কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়, দেওচা পাঁচামির প্রস্তাবিত কয়লাখনির পরিবেশের উপর প্রভাব সম্পর্কে এই প্রশ্নগুলি নিয়ে কলকাতায় বিশিষ্ট পরিবেশবিদ এবং পরিবেশকর্মীদের একটি সভা অনুষ্ঠিত হবে। আলোচনার সময় এবং স্থান পরে জানানো হবে।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি সংযোজিত হল।

নব দত্ত,
সাধারণ সম্পাদক, সবুজ মঞ্চ

Download Letter

To

Mr. Saurabh Kumar Das, IAS (R)

State Election Commissioner

West Bengal State Election Commission

18, Sarojini Naidu Sarani, Kolkata 700017

 

Sub : Flagging off our concerns and demands vis-à-vis protection of environment pre, during and post election period to be held in Kolkata Municipal Corporation on 19.12.21 as well as in municipal elections planned in near future within rest of the state

Sir,

Greetings from Sabuj Mancha; the platform of organizations and individuals working at the cause of environment in West Bengal, working since 2009.

We are writing this letter to you from our previous experiences from earlier election that most of the time, the activities of the participant political parties and candidates during campaigning and holding of election cause considerable environment pollution. So we request you to kindly issue appropriate instructions before the ensuing election to all the political parties and candidates to follow the environmental rules and guidelines as mandated under law. We refer few for your convenience. 

1.  Use of plastic in banners, posters and other campaign materials may be avoided as far as possible.  If used, only plastic with permissible thickness, as per law, should be used; and once the election gets over all wastes generated should be cleaned up by the respective political parties / candidates/ KMC within 24 hours and the plastic waste should be sent for recycling and West Bengal Pollution Board, as a regulatory body, should take responsibility to implement the process.

As per Waste Management Rules, 2016, in case of any assembly of more than 100 persons, the organizers of the assemblies have to take responsibility for proper management of the waste produced in those gatherings.

2.      Sound norms should be meticulously followed in accordance to the directions issued from time to time by Kolkata High Court, National Green Tribunal and West Bengal Pollution Control Board. Sound limiters must be fitted to all the microphones used in campaigning at open spaces which should take place within stipulated hours (6 am to 10 pm); and that too after obtaining due clearance from local police stations.  DJ boxes, often used by some candidates, must be prohibited. 

3.      During election campaign any tree or plant should not be harmed. Felling and chopping of branches of trees and fixing nails on the tree branches for fixing banners, posters, festoons etc. must be prohibited.

4.      We understand an elaborate arrangement has been made for using disposable gloves and masks etc during voting to ensure that Covid infection cannot be spread. While hailing the decision, we request you to see that the medical waste, generated in the process, should be handled, managed and disposed as per the Biomedical Waste Management Rules; and in accordance to judicial orders in this context.

 

Hope you will take necessary action, and pass appropriate directions to political parties; candidates; KMC; WBPCB and line government agencies, immediately and ensure protection of already vulnerable environment deemed to be threatened during election campaigns and process thereof.

 

Thanking you,

Naba Dutta

General Secretary, Sabuj Mancha

সাথী,

 
গতকাল ২৯/১০/২১ আমাদের প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্ট সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করে আদেশ ঘোষণা করেছে। আমাদের আশঙ্কা এর পরেও প্রশাসনের পৃষ্ঠপোষকতায় বাজি ব্যবসায়ীদের একাংশ উচ্চতর আদালতে ছাড় পাবার জন্য যেতে পারে। আর বাজি নিষিদ্ধ থাকলেও বাস্তবে যাতে তা বন্ধ হয় তার উপর নজর রাখুন। প্রতিটি আইন লঙ্ঘনের ঘটনায় আপনার এলাকার পুলিশের কাছে অভিযোগ দায়ের করুন। এবারে পরিবেশ প্রেমী বহু সংগঠন বিভিন্ন জেলায় বাজি বন্ধের বিষয়ে সক্রিয় হয়েছেন, তাঁদের জানান।
 
গতকালের সাংবাদিক সম্মেলনের প্রেস বিবৃতি এবং নাগরিক আবেদন সংযোজিত হল। এগুলি যথাসম্ভব প্রচার করার অনুরোধ রইল। 
সাথী, 
 
আর কয়েক সপ্তাহের মধ্যেই আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার রাজ্যের দায়িত্বভার গ্রহণ করবে, গঠিত হবে  নতুন মন্ত্রীসভা। যে দলই ক্ষমতায় আসুন, আমাদের তৈরি থাকতে হবে গুরুত্বপূর্ণ পরিবেশ সমস্যাগুলির প্রতি নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার। সবুজ মঞ্চ-র পক্ষ থেকে এর আগেও  প্রতিনিধি দল নব নির্বাচিত সরকারের কাছে রাজ্যের গুরুত্বপূর্ণ পরিবেশ সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করেছিল। এবারেও তা করা একান্ত জরুরী। সবুজ মঞ্চ এবং বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি নতুন সরকারের জন্য তৈরি করার উদ্যোগ নেওয়া খুবই জরুরি।
 
পরিবেশ সংগঠন এবং পরিবেশপ্রেমীদের যৌথ উদ্যোগ  সবুজ মঞ এবং  মিডিয়া প্ল্যাটফর্ম The Plurals   – এর পক্ষ থেকে আগামী ১৮ এপ্রিল দুপুর ২ টা থেকে কলকাতার দেশপ্রিয় পার্কের লায়নস ক্লাব সভাগৃহে (শরৎ বোস রোডের দিক থেকে প্রবেশ) পারষ্পরিক আলোচনার ভিত্তিতে এই স্মারকলিপি তৈরি করার জন্য একটি আলোচনার সভার আয়োজন করা হয়েছে। আপনার উপস্থিতি একান্ত কাম্য।  সভার আগে থেকেই আমরা মত বিনিময় মেল বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে শুরু  করতে পারি।  পরিবেশের যে যে সমস্যাগুলি আপনি স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা দরকার মনে করেন, অবশ্যই সেগুলি সুনির্দিষ্ট ভাবে এবং সংক্ষেপে উল্লেখ করে পাঠান। তাহলে স্মারকলিপির একটি খসড়া আগে থেকেই আপনাদের কাছে উপস্থাপিত করা যাবে। তার ভিত্তিতেই ১৮ এপ্রিলের আলোচনা সংগঠিত হবে। 
 
অভিনন্দন সহ,
 
নব দত্ত
সম্পাদক, সবুজ মঞ্চ।

PRATYAY GENDER TRUST PRESENTS*
*7TH RITUPARNO GHOSH MEMORIAL LECTURE 2020*

*NABA DUTTA*

(TRANS) GENDER, LABOUR & HISTORIES OF UNIONISATION

Pratyay has been actively engaging with transgender persons’ labour rights for more than a decade now. This work has posed an exciting challenge for us because scholarship on transpersons’ participation in the labour force in South Asia is almost non-existent. The histories of our labour struggles and unionisation efforts have been rendered invisible or not documented in labour union archives. We have been having a series of conversations with a range of communities, activists and leaderships in multiple sites in order to stage our own intervention in these archives and literatures.

In one such long conversation we spoke to *Naba Dutta*, someone who has worked tirelessly on labour issues and has been an advocate for workers’ rights and justice struggles for more than three decades. He is also one of the founding members of _Nagarik Mancha_, a citizens’ initiative that has functioned as a non-party social-action group concerned with issues related to labour, industry, environment and development since 1989.

In the wake of the Covid 19 pandemic, we will not be hosting the annual Rituparno Ghosh Memorial Lecture on a physical platform this year. That is indeed a disruption, given how the last 7 iterations of the lecture have mobilised a thinking, speaking public. However, we also want to seize the political importance of this historic moment. The Covid 19 scenario has revealed the brutality and chronic disregard for the rights and lives of migrant labourers, many of whom have been rendered even more vulnerable on account of their gender identity. We felt our long conversation with Naba Dutta about transgender persons’ participation in the workforce of industries and in unionisation efforts at a certain historical moment in 20th Century Bengal will be extremely relevant for the contemporary moment.

*We will upload a work in progress version of this conversation on Pratyay’s YouTube channel for viewing from 00 hours on Monday, August 31 for 24 hours*, keeping with the spirit of the Memorial Lecture. Thereafter we will return with a final version of this important conversation alongside more content from our research on labour when it gets readied.

Should you have any questions/ feedback we will encourage you to write to us at *pratyaygendertrust@gmail.com*

Dear Sir / Madam,

Sabuj Mancha is a platform of organisations and individuals concerned for the environment. The organisation has been active and working on several environmental issues in West Bengal since 2009.

Kindly see our comments on draft notification and take necessary action.

Naba Dutta
Secretary, Sabuj Mancha

Download Attachment

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে নিবেদন
করোনার জন্য বিশ্বে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলায় করোনা মোকাবিলায় আপনার সক্রিয়তা এবং উদ্যোগ এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা অবশ্যই প্রশংসনীয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে আপনার বিবেচনার জন্য এই নিবেদন।
১। করোনাকে কেন্দ্র করে যে ভীতি ও ছুঁৎমার্গ তৈরি হয়েছে তাতে অসুস্থদের/আক্রান্তদের পরিবারকে নানাভাবে সামাজিক সমস্যায় পড়তে হচ্ছে। এর মোকাবিলায় প্রশাসনের সঙ্গে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন ক্লাব, এনজিও, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের নিয়ে প্রচার টিম দরকার।
২। করোনা আক্রান্ত সবারই হয়তো হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। যারা মৃদু করোনায় আক্রান্ত তাদের বাড়িতে রেখে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য প্রতিটি ওয়ার্ডে মোবাইল মেডিক্যাল টিম গঠন করা প্রয়োজন। এই টিমে ডাক্তার, স্বাস্থ্য সহায়ক, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা থাকবেন। এদের সাথে মোবাইল অক্সিজেন, ইসিজি, রক্তপরীক্ষার ব্যবস্থা, অক্সিমিটার ইত্যাদি থাকবে।
৩। পুরসভা এলাকার সবকটি অ্যাম্বুলেন্সকে আপৎকালীন সময়ে সরকার সাময়িকভাবে অধিগ্রহণ করুক। চালক ও হেল্পারদের পারিশ্রমিক সরকার দিতে পারে।
৪। অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহায়ক, আয়া ও সমাজকর্মীদের নিয়ে করোনা ব্রিগেড গঠন হোক। এদের কাজেই মানুষের আতঙ্ক কাটবে। মানুষ ভরসা পাবেন।
৫। করোনা রোগী বাড়িতে বা যেখানেই কোয়ারেন্টিনে থাকুন সেখানে বায়োমেডিকেল ওয়েস্ট নষ্ট করার কাজটা ষোল আনা হচ্ছে না। এটা প্রতিরোধ করতেই হবে। ওয়েস্টের মাধ্যমে করোনা সংক্রমন হতে পারে সেটা আপনি জানলেও সবাই জানেন বলে মনে হয় না। নিম্নবিত্তরাই শুধু নয়, স্বচ্ছল মানুষরাও নিজেদের অসহায় মনে করছেন। অথচ আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
৬। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার বেশিরভাগ মানুষ আপনাকে ভরসা করে। কিন্তু সরকারের দু-চারজনের ভ্রান্ত কথাবার্তায় মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে, মানুষ ভাবছেন করোনা মানেই মৃত্যু। অথচ মৃত্যুর হার ৩ শতাংশ। এটা আরও কমিয়ে শূন্যে আনার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। বহু নাগরিক বিনা পারিশ্রমিকে মেধা ও শ্রম দিয়ে এই করোনা মোকাবিলার লড়াইয়ে থাকতে চান। নাগরিক মঞ্চ আপনার সহযোগিতা পেলে এই লড়াই আরও ইতিবাচক ও দৃষ্টান্তমূলক হবে।
ভালো থাকবেন
শুভেচ্ছান্তে
নব দত্ত, সম্পাদক, নাগরিক মঞ্চ (৯৮৩১১৭২০৬০)

অধ্যাপক সুজয় বসু, সভাপতি সবুজ মঞ্চ

আমরা অত্যন্ত শোকাহত- আমাদের সবুজ মঞ্চ সংগঠনের সভাপতি মাননীয় অধ্যাপক সুজয় বসু মহাশয় গত ২2 ফেব্রুয়ারি শনিবার (৮৪ বছর বয়সে) প্রয়াত হয়েছেন।

তাঁর পারিবারিক প্রয়োজনে মরদেহ রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে সংরক্ষিত ছিল। আজ ২৫ তারিখ সকালে তাঁর জীবনের বহু সময়ের কর্মস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। সবুজ মঞ্চের সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সঙ্গে ছিলেন।

আমরা তাঁর আত্মার পরম শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তাঁর আদর্শ অনুসরণ করে যেন আমরা কাজ করতে পারি এই কামনা করি ।

আগামী ৭ মার্চ বিকেল ৪টায় তাঁর স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছে। স্থান পরে জানানো হবে।

Dear Friends,

Some of you have already come to the Nagarik Mancha stall (No. 433) at KBF-2020.

Others are yet to come.
It is located just in front of Gate No. 7.

We request you to kindly pay your annual membership / donation, if any, at our KBF-2020 Stall No. 433, if you have not done so already. It will be wonderful to meet you and we will also be getting a chance to show you our book collection.

Hope to see you soon.

Warmly

Naba Dutta
General Secretary
9831172060

Dear Friends

You are perhaps aware by now that Nagarik Mancha is at Kolkata Book Fair. The Stall No. is 433, which is just in front of Gate No. 7.

Kindly note that this year, after a long gap, we have been able stock for sale current publications from CSE (Center for Science and Environment, Delhi) and RUPE (Research Unit for Political Economy, Mumbai).

It is very heartening to note that ‘Down to Earth’ publications and the ‘Aspects of Indian Economy’ are in great demand.

Qualitatively and quantitatively, the overall collection of books at our stall is even better than last year.

Additionally, ‘Manushir Boighar’, the collection of books related to women’s issues, is unique, and is attracting both attention and praise for the 300 odd titles on a single subject.

We are sure that you will come yourself and inform others about our stall and collection.

We need not remind you that this annual activity at the Book Fair, since 1993, is aimed at connecting with as many members and well wishers as possible and raise funds for our year-long activities.

With warm regards

Naba Dutta
General Secretary

On 31st January, Friday at 5-30 pm the Book Titled – “ICHHAMOTI EKTI ANDOLANER NAAM ” written by Sri Jyotirmoy Saraswati will be opened by Prof. SUGATA HAZRA( Jadavpur University) at NAGARIK MANCHA BOOK STALL( Kolkata Boi Mela, 2020) Stall No- 433 ( Entrance by Gate No-7, move straight and just right/ front of Deb Sahitya Kutir Book Stall) .
We invite you all with the request to kindly take part in this Publication / inauguration ceremony of so important Book on the matter of Ichhamoti River Conservation / Environment Protection Movement in West Bengal .
Thanking you,
With regards
NABA DUTTA
General Scretary

new-flashArthanitir Panch Bachhar – Ekti Samiksha

Nagarik Mancha Abeden 22 April 2019

A dialogue on – Saving trams and public transport in Kolkata

Press Conference 06-04-2019

Program of NAGARIK MANCHA on
OCCUPATIONAL DISEASE

IN ASSOCIATION WITH THE ASBESTOSIS  SUFFERING WORKERS

CITIZEN-CONVENTION

ON SATURDAY, 23-2-2019  at SEMINAR  HALL of MP BIRLA PLANETARIUM (96, Jawahrlal NehruRoad, Kolkata-700071  at 3pm (up to 6pm).

 Download Invitation Card

Uploads

SAMAJIK SURAKSHA YOJANA 2017
       “Consolidated Social Security Scheme for the Unorganised Workers, West Bengal”

Forthcoming Programmes

new-flash18 August, Saturday, 2018, 4PM-7PM: ‘Manusi Katha Ptrikar Borshopurti te alochona Naribad Lingovittik Noi – Ekti Dorshon’, at Ekatre Bulding – Avishar, Kalikapur.

Books

News / Action Alert

Latest Announcements

Our Gallery

Some snaps from Nagarik Mancha